জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রকাশঃ Jul 21, 2025 - 20:45
জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

 ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

গতরাতে প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে নিউজিল্যান্ডকে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে প্রোটিয়ারা। টানা তিন ম্যাচ হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হল স্বাগতিক জিম্বাবুয়ের। ত্রিদেশীয় সিরিজে তিন দলই চারটি করে ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ড ২ ও দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ খেলে ৪ করে পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ৩ ম্যাচে কোন জয় না পাওয়ায় কোন পয়েন্টের দেখা পায়নি জিম্বাবুয়ে। তাই এক ম্যাচ বাকী থাকতে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ব্যাট হাতে ওপেনার ব্রেন বেনেট ৬১ ও রায়ান বার্ল অপরাজিত ৩৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ ২ উইকেট নেন। 

জবাবে অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন ও রুবিন হারমানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৬ বল বাকী থাকতে জয়ের স্বাদ নিয়ে ফাইনালে পা রাখে দক্ষিণ আফ্রিকা। ৬ চারে অপরাজিত ৫২ রান করেন ডুসেন। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৬ বলে ৬৩ রানের ইনিংসে ম্যাচ সেরা হন হারমান।লিগ পর্বে এখনও আর দুই ম্যাচ বাকী আছে। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে নিউ জিল্যান্ড। তবে ফাইনালের দু’দল নিশ্চিত হয়ে যাওয়ায় ঐ দুই ম্যাচ এখন নিয়মরক্ষার। আগামী ২৬ জুলাই হারারেতে ফাইনাল খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।