জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া

ক্লাব বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।গত রাতে শেষ ষোলোর ম্যাচে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে। ম্যাচের একমাত্র গোলটি করেন স্ট্রাইকার গন্সালো গার্সিয়া।কোয়ার্টার ফাইনালে রিয়াল খেলবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আজ সকালে শেষ ষোলোর অন্য ম্যাচে সারহাউ গুইরেসির জোড়া গোলে বরুশিয়া ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মন্তেরেকে।আগামী শনিবার রাত দুইটায় শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল ও বরুশিয়া।মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল নিয়ন্ত্রণে রাখতে মরিয়া ছিল রিয়াল-জুভেন্টাস উভয়েই। সেই লড়াইয়ে দু’দল প্রায় সমান-সমান থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল রিয়ালই। ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। অন্যদিকে ৬টি আক্রমণের ২টি লক্ষ্যে রাখে জুভেন্টাস। কিন্তু গোলের দেখা পায়নি রিয়াল ও জুভেন্টাস। ফলে গোল শূন্য ভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।বিরতির পর গোল পেয়ে যায় রিয়াল। ৫৪ মিনিটে ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ডের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন গার্সিয়া। চলতি আসরে নিজের তৃতীয় গোল করলেন গার্সিয়া।
ম্যাচের ৬৮ মিনিটে তুলে নেওয়া হয় গার্সিয়াকে। বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। চলতি আসরে প্রথম খেলতে নামেন এমবাপ্পে। শারীরিক অসুস্থতার কারণে আগের ম্যাচগুলোয় খেলতে পারেননি তিনি।ম্যাচের বাকী সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচ শেষে গার্সিয়ার প্রশংসা করেছেন রিয়াল কোট জাবি আলনসো, ‘আমার মনে হয়, দিন দিন উন্নতি করছে গার্সিয়া। কোয়ার্টার ফাইনালের আগে ৩-৪ দিনে আরও সুযোগ আছে তার। আমরা তার উপর নজর রাখছি। প্রতিদিন তার সাথে কথা বলি। আমার মনে হয়, কোয়ার্টার ফাইনালে আরও ভালো করবে সে।’
আজ সকালে শেষ ষোলোর অন্য ম্যাচে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মন্তেরের বিপক্ষে মাঠে নামে বরুশিয়া।ম্যাচের ১৪ মিনিট প্রথম গোলের দেখা পায় বরুশিয়া। করিম আদিয়েমির জোগান দেওয়া বলে গোল করেন স্ট্রাইকার সারহাউ গুইরেসি।২৪ মিনিটে বরুশিয়াকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন গুইরেসি। এই গোলের পেছনেও অবদান ছিল আদিয়েমির। গুইরেসির জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বরুশিয়া।দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় মন্তেরে। ৪৮ মিনিটে জার্মান বারটারেমের গোলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি করে তারা। কিন্তু শেষ পর্যন্ত আর কোন গোল করতে পারেনি মন্তেরে। ফলে জয় নিশ্চিত করে শেষ আটের টিকিট পায় বরুশিয়া।