‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‘জুলাই পুনর্জাগরণ উৎসব ২০২৫’ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি কর্তৃক দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলসমূহ এবং ঢাকায় সুবিধাবঞ্চিত জনসাধারণের সুচিকিৎসার জন্য আজ সোমবার বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ঢাকা নৌ অঞ্চলের কমান্ডারের তত্ত্বাবধানে রাজধানীর ভাষানটেকে আয়োজিত ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। এছাড়াও, চট্টগ্রাম নৌ অঞ্চল এর অধীনস্থ চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে কয়েক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নৌবাহিনীর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন চিকিৎসক দলের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়।
এছাড়াও, তাদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। একইসাথে খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে ভোলা জেলার তজুমুদ্দিন ও চরফ্যাশন, বরগুনার বামনা এবং খুলনার কয়রা উপজেলায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসব ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যায় আক্রান্ত রোগীদেরও সেবা প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে উপকূলীয় ও দুর্গম অঞ্চলে দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে বিনামূল্যে অতিপ্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। ‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত এ উদ্যোগ নৌবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণে অবিচল অঙ্গীকারের সুস্পষ্ট প্রমাণ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে বাংলাদেশ নৌবাহিনী দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাবে।