পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতীয় ক্রিকেটার ফাইনাল হলেও বয়কট করতাম, এ বিষয়ে সবাই একমত

প্রকাশঃ Jul 31, 2025 - 12:05
পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতীয় ক্রিকেটার ফাইনাল হলেও বয়কট করতাম, এ বিষয়ে সবাই একমত

সেমিফাইনালটি আজ বৃহস্পতিবার এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভারত আগেই বয়কটের ঘোষণা দেওয়ায় তা বাতিল করে দিয়েছে আয়োজকরা।

এবারের টুর্নামেন্টে পাকিস্তান দাপটের সঙ্গেই সেমিফাইনালে উঠেছে। গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে পাকিস্তান। অন্য ম্যাচটি ভারত বয়কট করায় ১ পয়েন্ট পেয়েছে হাফিজের দল। মোট ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনালে উঠেছে পাকিস্তানিরা।

অন্যদিকে ভারত কোনোমতে সেমিফাইনালে উঠেছে। ৫ ম্যাচের তিনটিতেই হেরেছে যুবরাজ সিংয়ের দল, জিতেছে মাত্র একটিতে। গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সের বিপক্ষে জিতে চতুর্থ হয়ে সেমিতে ওঠে তারা।গেল এপ্রিলে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর মে মাসে পাকিস্তানে আকস্মিক সামরিক অভিযান চালায় ভারতীয় সশস্ত্রবাহিনী। যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তানও। পরে দুপক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়। এই সামরিক সংঘর্ষের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রীড়া সম্পর্ক আরও খারাপ হয়েছে।