ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির নির্দেশ

প্রকাশঃ Jul 1, 2025 - 10:31
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ধরে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় সেপ্টেম্বর ও নির্বাচনের ঠিক আগে দুটি মহড়া পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সব বাহিনীকে নিয়ে এই যৌথ মহড়াগুলো হবে নির্বাচনপূর্ব সহিংসতা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর কৌশল নির্ধারণে।সভায় এক উপদেষ্টা বলেন, “নির্বাচনে সহিংসতা হবেই ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে।” তিনি জানান, সহিংসতা শুরু হলে বিভিন্ন বাহিনী কীভাবে সমন্বিতভাবে প্রতিক্রিয়া জানাবে, তা মহড়ার মাধ্যমে ঠিক করে নিতে হবে।ডাকাতি-ধর্ষণ নিয়ে উদ্বেগ বৈঠকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ডাকাতির ঘটনা বেড়েছে, যা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

পাশাপাশি ধর্ষণের মতো ঘটনার প্রতিও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী। তিনি বলেন, “অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসে না। যেগুলো আসে, সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সব ঘটনায় সমান গুরুত্ব দিতে হবে।” ধর্ষণ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় সভায়।রাজপথ থেকে পুরোনো বাস সরানো পিছিয়ে গেল
ঢাকার রাজপথ থেকে লক্কড়ঝক্কড় বাস সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও জুলাই-আগস্টে রাজনৈতিক কর্মসূচির চাপের কারণে তা পিছিয়ে ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। বৈঠকে উল্লেখ করা হয়, এই সময়ে শ্রমিকদের প্রতিরোধ ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করা কঠিন হবে।মালয়েশিয়ায় ‘উগ্র জঙ্গি’ সংশ্লিষ্ট ৩৬ গ্রেপ্তার মালয়েশিয়ায় ‘উগ্র জঙ্গি আন্দোলনের’ সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে ৩৬ জন গ্রেপ্তারের বিষয়টিও উঠে আসে বৈঠকে। তবে জানানো হয়, তাদের সবাই বাংলাদেশি কিনা তা নিশ্চিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, এ ঘটনায় মালয়েশিয়ায় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মত দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।জুলাই-আগস্ট অভ্যুত্থানে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা হবে গত বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। বৈঠকে এই অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার প্রস্তাব ওঠে। সিদ্ধান্ত হয়, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণা করা হবে। অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করবে বিজিবি ও র‌্যাব। উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন: “ভুলে নিয়ে গেছেন”—স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে স্ক্যানিংয়ে ম্যাগাজিন পাওয়ার বিষয়টি “মানবিক ভুল”।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা হয়তো একটা ভুল। ভুল করে অনেক সময় চশমার জায়গায় মোবাইল নিয়ে চলে যাওয়া যায়। উনিও ভুলে ম্যাগাজিন নিয়ে গেছেন। এটা একে-৪৭-এর ম্যাগাজিন না, লাইসেন্স করা পিস্তলের ম্যাগাজিন।”সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “প্রথম স্ক্যানিংয়ে বিষয়টি ধরা না পড়লেও শেষ চেকপয়েন্টে ধরা পড়েছে। অনেক সময় কেউ প্রিভিলেজ পান, যেন কারও ক্ষেত্রেই আইনের ব্যত্যয় না ঘটে, তা নিশ্চিত করতে হবে।”আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা অনুযায়ী, ৩০ বছর বয়স না হলে লাইসেন্স দেওয়া হয় না—এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি আইনটা পুরো পড়িনি, তাই এ বিষয়ে মন্তব্য করব না।”সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম, র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।