বিশ্ববিদ্যালয় শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে বৃহস্পতিবার ‘জুলাইয়ের গল্প বলা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে।বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।এছাড়া দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হচ্ছে।কর্মসূচি অনুযায়ী, এদিন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান করা হবে।
১৭ জুলাই স্মরণে একটি বিশেষ ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘শিকল পরা ছল’।এছাড়া ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শীর্ষক ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও শেয়ার করা হবে।সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অনুষ্ঠান সম্প্রচার করা হবে। একই সঙ্গে সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো হবে।