ভারতের সঙ্গে আপস নয়: সারজিস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ-ইন ও এজেন্ট ঢুকিয়ে ভারত চক্রান্ত করছে।’
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টোরাঙ্গি মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘ভারত হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যতদিন খুনি হাসিনা ভারতে থাকবে, ততদিন ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।’
উত্তরাঞ্চলের সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘বুড়িমারী থেকে ঢাকাগামী সরাসরি ট্রেন চালু করা দীর্ঘদিনের দাবি। পাটগ্রামে অবৈধভাবে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি হচ্ছে এটা বন্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘লালমনিরহাট জেলা দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকা। চৌরঙ্গী থেকেই এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে। তেল মারা নয়, সমস্যার গভীরে গিয়ে আমরা সমাধান চাই।’
স্বাস্থ্যখাতের দুরবস্থার কথাও তুলে ধরেন এনসিপি নেতা। তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেবল বিল্ডিং আছে, কিন্তু চিকিৎসক নেই। তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।’
ভোট ও জনসচেতনতা নিয়েও বক্তব্য রাখেন তিনি। ‘রাজনৈতিক দল বা মার্কা নয়, ভালো মানুষকে ভোট দিন। যিনি টাকা ছাড়া কাজ করেন, তাকেই আগামী বাংলাদেশের প্রতিনিধি করুন,’ বলেন সারজিস আলম।
সভা সঞ্চালনা করেন এনসিপি’র উত্তরাঞ্চলের আরেক সংগঠক রাসেল মাহমুদ। এতে জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারজিস আলম সকল অন্যায়, দুর্নীতি ও গুম-খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বলেন, ‘ভোট চাইতে আসিনি। সৎ, সাহসী, মানবিক প্রতিনিধির পক্ষেই রায় দিন।’
https://www.deshrupantor.com/596114