ভাষানটেক থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি শুরু

মাফিজুল ইসলাম বন্ধন
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আজ ভাষানটেক থানায় সদস্য ফরম নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত করার লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। জনাব আমিনুল হক তাঁর বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সদস্য নবায়নের কাজে সাড়া দেন।