মাইলস্টোনে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোক

প্রকাশঃ Jul 21, 2025 - 20:51
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’তারা আরও জানায়, ‘নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের প্রতি প্রার্থনা ও সমবেদনা রইল।’সভাপতি তাবিথ আউয়ালের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

তারা আরও জানায়, ‘নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের প্রতি প্রার্থনা ও সমবেদনা রইল।’

সভাপতি তাবিথ আউয়ালের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। 

এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’

এছাড়াও ভিন্ন ভিন্ন বার্তায় শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)।

এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’এছাড়াও ভিন্ন ভিন্ন বার্তায় শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)।