মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা

প্রকাশঃ Jul 21, 2025 - 22:00
মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা

জেলায় আজ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এ বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. আনোয়ারুল ইসলাম, নার্সারী মালিক সমিতির সভাপতি শ্রী স্বপন চন্দ্র মন্ডল।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মমিন প্রমুখ।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃক্ষ মেলায় ১৫ টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সহ প্রায় ১৫০ প্রজাতির গাছের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।