ময়মনসিংহে তুলা চাষিদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন-ডিসি মুফিদুল আলম

প্রকাশঃ Jul 24, 2025 - 12:38
ময়মনসিংহে তুলা চাষিদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন-ডিসি মুফিদুল আলম

২০২৪-২৫ অর্থবছরের ২০২৫-২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার ৭০০ জন তুলা চাষিকে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার সদর, মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে সার ও বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বুধবার (২৩ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে এসব উপকরণ হাতে তুলে দেন জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় তিনি বলেন, মানুষের পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও  চিকিৎসা। এই পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে খাদ্যের পরেই বস্ত্রের অবস্থান। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি অনুসরণ করছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎপাদন সক্ষমতা বাড়াতে নানা সহায়তা দেওয়া হচ্ছে। তুলা একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। এই ফসলে কৃষকের আগ্রহ বাড়াতে সরকার মাঠপর্যায়ে কাজ করছে। তিনি আরও বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, বিনামূল্যে বীজ, সার এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে তুলা চাষে কৃষকদের উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করা। এই উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহ জেলায় তুলা উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মোঃ কুতুব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের পরিচালক ড. এ. কে. এম. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াসমিন। চাষিদের পক্ষ থেকে বক্তব্য দেন সদর উপজেলার হাফিজুর রহমান, মুক্তাগাছার হাবিবুর রহমান ও গফরগাঁওয়ের রুহুল আমিন। তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের বাস্তবায়নে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ অঞ্চলের তুলা উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম। উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধানসহ তিন উপজেলার তুলা চাষি ও মাঠকর্মীরা।