“যুব কণ্ঠ প্রক্রিয়া” উদ্বোধন: নীতি ও শাসনে তরুণদের অংশগ্রহণ জোরদারে বাংলাদেশে নতুন উদ্যোগ

প্রকাশঃ Aug 21, 2025 - 20:16
“যুব কণ্ঠ প্রক্রিয়া” উদ্বোধন: নীতি ও শাসনে তরুণদের অংশগ্রহণ জোরদারে বাংলাদেশে নতুন উদ্যোগ

বাংলাদেশ সরকার ও জাতিসংঘ ব্যবস্থা আজ যৌথভাবে উদ্বোধন করলো “যুব কণ্ঠ প্রক্রিয়া” (Youth Voice Mechanism - YVM)-এর নকশা পর্যায়, যার মূল লক্ষ্য দেশের তরুণদের কণ্ঠস্বরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শক্তিশালী করা এবং নীতি প্রণয়নে তাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা।

উদ্যোগটি তরুণদের জন্য একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম গড়ে তুলবে, বিশেষ করে প্রান্তিক, গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের যুবদের সরাসরি সরকারী অংশীদারদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে তরুণরা কেবল মতামতই জানাতে পারবে না, বরং দেশের ভবিষ্যৎ গঠনে বাস্তব অবদানও রাখতে সক্ষম হবে।

নকশা পর্যায়ে দেশজুড়ে বিভাগীয় কর্মশালা, ফোকাস গ্রুপ আলোচনা, বিশেষজ্ঞ সাক্ষাৎকার ও একটি জাতীয় যুব জরিপ পরিচালিত হবে। এসব কার্যক্রম নিশ্চিত করবে যে YVM প্রকৃতপক্ষে তরুণদের অভিজ্ঞতা, চাহিদা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (a.i.) রানা ফ্লাওয়ার্স উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,
“বাংলাদেশ একটি রূপান্তরমূলক সময় অতিক্রম করছে। এই উদ্যোগ তরুণদের জন্য একটি কাঠামোবদ্ধ সুযোগ এনে দেবে, যেখানে তারা সমতা, ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর প্রভাব ফেলবে এমন নীতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে।”

তিনি আরও যোগ করেন, “শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হলে, তারা দেশের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন,
“আমরা জাতিসংঘ ও বাংলাদেশের তরুণদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। YVM আমাদেরকে তরুণদের দৃষ্টিভঙ্গি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং আমাদের নীতি ও কর্মসূচিতে তাদের কণ্ঠ প্রতিফলিত করবে।”

YVM অনলাইন ফোরাম, আঞ্চলিক কর্মশালা ও নীতি-সংক্রান্ত গবেষণা কার্যক্রমের মাধ্যমে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করবে। মন্ত্রণালয়ের অধীনে একটি সচিবালয় গঠন করা হবে, যা যুব সংগঠন, সরকারি সংস্থা ও জাতিসংঘের অংশীদারদের সাথে সমন্বয় করে এই কার্যক্রম বাস্তবায়ন করবে।

এখানে দেশের সব তরুণ অংশ নিতে পারবে—শিক্ষার্থী, কর্মজীবী, প্রান্তিক, প্রতিবন্ধী, নারী, লিঙ্গ-বৈচিত্র্যময় যুব কিংবা জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণরা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তরুণদের সম্পৃক্ততার ওপর।

যুবনেতৃত্বাধীন পরিচালনা কমিটি এই প্রক্রিয়ার কার্যক্রম তদারকি করবে, যাতে এটি বৈধ, অন্তর্ভুক্তিমূলক এবং জাতীয় নীতি কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

YVM হলো জাতিসংঘ ব্যবস্থা ও বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ। এর লক্ষ্য একটি স্থায়ী ও কাঠামোবদ্ধ চ্যানেল তৈরি করা, যাতে দেশের তরুণরা নীতি প্রণয়ন ও শাসন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারে।