শরীর উপভোগ করে এমন দর্শক চান না সাই পল্লবী

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। বরাবরই নিজের চিন্তাভাবনা ও পছন্দ-অপছন্দ প্রকাশে স্পষ্টভাষী তিনি। চলচ্চিত্রজগৎ ও তার কাজ নির্বাচন নিয়ে নিজের অবস্থান বহুবার পরিষ্কার করেছেন। স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে সুনাম রয়েছে তার।বর্তমানে তিনি নিতেশ তিওয়ারির মহাকাব্যভিত্তিক সিনেমা ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ঠিক কী ধরনের দর্শকের জন্য কাজ করেন তিনি। সাই পল্লবী সব দর্শকের নায়িকা হতে চান না। বিশেষ করে যাদের কাছে অভিনয়ের চেয়ে নারী শিল্পীর শরীরটাই বেশি গুরুত্ব পায়।এক সাক্ষাৎকারে সাই পল্লবী স্পষ্টভাবে বলেন, তিনি এমন দর্শকদের জন্য কাজ করতে চান না, যারা তাকে শুধুমাত্র শরীর কিংবা বাহ্যিক সৌন্দর্যের মাধ্যম হিসেবে দেখে।সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই, মানুষ আমাকে যে রকমভাবে দেখতে চায় আমি যেন তেমন না হই। আমি এমন দর্শকদের কাছে পৌঁছাতে চাই না যারা শুধু আমাকে ‘মাংসপিণ্ড’ হিসেবে দেখে। আমি তাদের খোরাক হতে চাই না। আমি চাই না তাদের দৃষ্টি আমার উপর পড়ুক।’তাছাড়া আমির খানের ছেলে জুনায়েদের সঙ্গে তার একটি সিনেমার কাজও অপেক্ষায় রয়েছে।