সাবেক ইউপি সদস্যের রান্নাঘরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ির রান্নাঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।মো. জাকির ফকির কয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বোমাগুলো ইউপি সদস্য মো. জাকির ফকির নিজেই ব্যাগে করে এনে রান্নাঘরে লুকিয়ে রেখেছিলেন।বিস্ফোরণের সময় কাছাকাছি থাকা কয়েকজন বাসিন্দা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। রান্নাঘরে একটি ব্যাগের ভেতর রাখা বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানান তারা।
এ ব্যাপারে মো. আমির হোসেন ফকির, মো. আক্তার ফকির, মুজাম্মেল হাওলাদার, কামাল ফরাজী, দেলোয়ার ফকিরসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ দুপুর বেলা তারা কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে আওয়ামীলীগ নেতা ও জাকির ফকিরের রান্না ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে বলে দেখতে পায়। এ ঘটনায় এলাকায় সাধারন জনগনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ইউপি সদস্য জাকির ফকিরের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি জানার চেষ্টা চলছে। তবে রোববার সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত একাধিকবার যোগাযোগ করেও পুলিশের পক্ষ থেকে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।