কোটা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি আজ, শুরু ‘জুলাই পদযাত্রা’

প্রকাশঃ Jul 1, 2025 - 10:37
কোটা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি আজ, শুরু ‘জুলাই পদযাত্রা’

আজ ১ জুলাই—এক বছর আগে এই দিনেই সূচনা হয়েছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’। ২০২৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুরু হয় এই ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন, যা পরবর্তীতে রূপ নেয় ৩৬ দিনের লাগাতার আন্দোলনে।ওই বছরের ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের কোটা বাতিলের সরকারি পরিপত্র বাতিল করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধেই মাঠে নামে শিক্ষার্থীরা। ‘কোটা না, মেধা—মেধা চাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথসহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে। দাবিগুলো হলো—২০১৮ সালের পরিপত্র বহাল রাখা, কমিশন গঠন করে অযৌক্তিক কোটা বাতিল, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠী ছাড়া অন্য কোনো কোটা না রাখা এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান।সমন্বয়ক নাহিদ ইসলাম ওইদিনের সমাবেশে বলেন, “৪ জুলাইয়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।” সেই ধারাবাহিকতায় ২ জুলাই থেকে ঘোষিত হয় ‘গণপদযাত্রা’ কর্মসূচি এবং ক্লাস-পরীক্ষা বর্জন।

রাজশাহী, চট্টগ্রাম, জাবি ও জবি উত্তাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেই সমাবেশ করেন এবং প্রশ্ন তোলেন—"যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, তাহলে এখন কেন বৈষম্য?"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন প্রতীকীভাবে ১০ মিনিটের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সমন্বয়ক আরিফ সোহেল হুঁশিয়ারি দেন, ৪ জুলাইয়ের মধ্যে দাবি না মানলে পুরো মহাসড়ক অবরোধ করে ঢাকা অচল করে দেওয়া হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রায়সাহেব বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন এবং রক্ত দিয়ে হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।রাজনৈতিক কর্মসূচি: ‘জুলাই পদযাত্রা’ শুরু জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিতে আজ থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। দুপুরে গাইবান্ধা ও বিকালে রংপুর সদরে পথসভায় অংশ নেবেন তাঁরা।অন্যদিকে, বিকাল ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা সভা আয়োজন করেছে বিএনপি।শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণে আজকের দিনটি স্মরণীয় হয়ে উঠছে নতুন এক প্রতিবাদ-সংগ্রামের ইতিহাস হিসেবে।