রাজাপুরে জুলাই-আগস্ট অভ্যুত্থান ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা

জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও সাহসী ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে রাজাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাঈমুল হোসেন রোমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দুঃশাসন, দমন-পীড়ন ও জনগণের বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে সাহসী ছাত্র-জনতা যেভাবে রুখে দাঁড়িয়েছিল, তা ছিল গণতন্ত্র রক্ষার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ওই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে এবং জনগণের বিজয় অর্জিত হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সবাই একসঙ্গে বিজয় র্যালিতে অংশ নেন এবং পরবর্তী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। রাজাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের এই ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে প্রতি বছরই এই দিনে কর্মসূচি পালন করা হবে।