শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ পারভেজ মিরপুরে গ্রেফতার

প্রকাশঃ Jul 10, 2025 - 13:21
শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ পারভেজ মিরপুরে গ্রেফতার

মাফিজুল ইসলাম বন্ধন 

মিরপুর মডেল থানা পুলিশের চৌকস অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ পারভেজ (৩৫), পিতা – দেলোয়ার হোসেন দুলাল, বাসা – ৯৯/২/৩, আলী মিয়া টেক, পীরেরবাগ, থানা – মিরপুর, ঢাকা, গ্রেফতার হয়েছে। গত ৯ জুলাই ২০২৫ ইং তারিখ দিবাগত রাত ১:০০ টার দিকে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ পারভেজের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন থানায় একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। শুধু মিরপুর মডেল থানাতেই তার বিরুদ্ধে ৩টি মাদক ও চাঁদাবাজির মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। তার গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ওসি সাজ্জাদ রোমান জানান, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”