সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফা কমাল সরকার

প্রকাশঃ Jul 1, 2025 - 10:53
সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফা কমাল সরকার

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ছয় মাসের জন্য এই নতুন হার কার্যকর থাকবে বলে সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই সিদ্ধান্ত আজ ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে। সরকার জানায়, ১ জানুয়ারি থেকে ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার কমে যাওয়ায় তার সঙ্গে সামঞ্জস্য রাখতে সঞ্চয়পত্রের মুনাফাও পুনঃনির্ধারণ করা হয়েছে। বিভিন্ন সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: মুনাফা হবে ১১.৮৩% (আগে ছিল ১২.৪০%) এর বেশি বিনিয়োগে: মুনাফা হবে ১১.৮৩% (আগে ছিল ১২.৩৭%) তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র: সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: ১১.৮২% (আগে ছিল ১২.৩০%)  সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%) পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র: সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: ১১.৯৮% (আগে ছিল ১২.৫৫%) এর বেশি বিনিয়োগে: ১১.৮০% (আগে ছিল ১২.৩৭% পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র:সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: ১১.৯৩% (আগে ছিল ১২.৫০%) সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় ব্যাংক: সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: ১১.৮২% (আগে ছিল ১২.৩০%) এর বেশি বিনিয়োগে: ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%) প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সঞ্চয়পত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে প্রাপ্ত মুনাফার হারও ধাপে ধাপে কমে আসবে।