COP29 ব্রিফিংয়ে গুরুত্ব পেল MAP ডিক্লারেশন ফর রেজিলিয়েন্ট সিটিজ

প্রকাশঃ Apr 21, 2025 - 11:03
COP29 ব্রিফিংয়ে গুরুত্ব পেল MAP ডিক্লারেশন ফর রেজিলিয়েন্ট সিটিজ

জয়নাল আবেদিন

জেনেভার পালেস দে নেশনসে আয়োজিত এক হাই-লেভেল ব্রিফিংয়ে আজারবাইজানের COP29 প্রেসিডেন্সি, সদ্য প্রতিষ্ঠিত বাকু কন্টিনিউটি কোয়ালিশন অন আরবান, মাল্টিসেক্টোরাল অ্যান্ড মাল্টিলেভেল ক্লাইমেট অ্যাকশন-এর চেয়ার হিসেবে, UN-Habitat ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র সঙ্গে যৌথভাবে নগরভিত্তিক জলবায়ু উদ্যোগে গতি আনতে আলোচনায় বসে।

সেশনটি পরিচালনা করেন লিয়া রানাল্ডার, অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, UN-Habitat। উদ্বোধনী বক্তব্য দেন COP29 অ্যাকশন এজেন্ডা ইনিশিয়েটিভস দলের সহনেতা এলমার মাম্মাদভ, UN-Habitat জেনেভা অফিসের প্রধান ড. গ্রাহাম আলাবাস্টার, এবং WHO-র ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের পরিচালক ড. মারিয়া নেইরা। বক্তারা একবাক্যে উল্লেখ করেন যে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপে শহর ও স্থানীয় সরকার এখন কেন্দ্রীয় ভূমিকায় পরিণত হয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দু ছিল COP29 মাল্টিসেক্টোরাল অ্যাকশন পাথওয়েজ (MAP) ডিক্লারেশন ফর রেজিলিয়েন্ট অ্যান্ড হেলদি সিটিজ, যা COP29-এ গৃহীত হয়। ঘোষণায় নগর জলবায়ু পরিকল্পনায় স্থিতিস্থাপকতা, প্রকৃতি, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এবং COP-এর নগর এজেন্ডার সঙ্গে UN-Habitat-এর ওয়ার্ল্ড আরবান ফোরামস (WUFs)-এর ঘনিষ্ঠ সাযুজ্য তৈরি হয়েছে। এ পর্যন্ত ঘোষণাটিতে ৫৪ দেশ, ১০০ শহর ও ৪০টি সংস্থাসহ ২০০-র বেশি স্টেকহোল্ডার সমর্থন জানিয়েছে।

মূল বক্তাদের মধ্যে ছিলেন —

  • ড. আবদেল খালেক ইব্রাহিম, মিশরের হাউজিং মন্ত্রীর উপদেষ্টা
  • শাহদ মাতার, ডেপুটি হেড অব মিশন, জেনেভায় সংযুক্ত আরব আমিরাত
  • গুলশান রজায়েভা, ডেপুটি চিফ অব স্টাফ, আজারবাইজান স্টেট কমিটি অন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড আর্কিটেকচার
  • লালা হিকমাত, COP29 অ্যাকশন এজেন্ডা টিম
  • অ্যাম্বাসেডর আন্তোনিও দা কস্তা ই সিলভা, চিফ ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার, মিনিস্ট্রি অব সিটিজ, ব্রাজিল

তাঁরা বাকু কন্টিনিউটি কোয়ালিশন-এর গুরুত্ব তুলে ধরেন, যা একটি অনন্য অংশীদারিত্ব—COP27 (মিশর), COP28 (UAE), COP29 (আজারবাইজান) এবং COP30 (ব্রাজিল)-এর প্রেসিডেন্সিগুলোকে যুক্ত করে ধারাবাহিকতা ও সামঞ্জস্য নিশ্চিত করছে।

এছাড়া শেয়ার করা হয় COP27-এর SURGe (Sustainable Urban Resilience for the Next Generation) এবং COP28-এর CHAMP (Coalition for High Ambition Multilevel Partnerships) উদ্যোগগুলোর হালনাগাদ অগ্রগতি, যা COP30 পর্যন্ত রোডম্যাপকে শক্তিশালী করছে। এসব উদ্যোগ বহুমাত্রিক ও বহুখাতভিত্তিক নগর স্থিতিস্থাপকতার যৌথ দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করছে।

পার্টনার সংস্থাগুলোর অবদানও বিশেষভাবে আলোচিত হয়, যার মধ্যে ছিল স্মার্ট সিটি, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং টেকসই অবকাঠামো একীভূতকরণের প্রচেষ্টা। মূল বক্তব্য রাখেন —

  • টিয়া আউলাভুও, UNECE
  • সিরিল হোনোরে, WMO
  • লিন ও’গ্র্যাডি, EBRD
  • কামেলিয়া কেমিলেভা, LGMA
  • ক্রিস্টিনা বুয়েতি, ITU

তাঁরা ব্যাখ্যা করেন কীভাবে তাদের প্রতিষ্ঠানসমূহ টেকসই ও স্থিতিস্থাপক নগর ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখছে।

সেশনের শেষে সদস্য রাষ্ট্র ও স্টেকহোল্ডাররা ব্যাপক সমর্থন ব্যক্ত করেন এবং COP30 (ব্রাজিল)-এর পথে নগরভিত্তিক জলবায়ু নেতৃত্ব, ধারাবাহিকতা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

MAP ডিক্লারেশন এখনও সমর্থনের জন্য উন্মুক্ত। আগ্রহী পক্ষ ও স্টেকহোল্ডাররা MAP@cop29.az ঠিকানায় নোট ভার্বাল বা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সমর্থন জানাতে পারবেন।