জাতিসংঘের “Global Digital Compact” চালু

প্রকাশঃ Sep 26, 2024 - 10:39
জাতিসংঘের “Global Digital Compact” চালু

মোঃ আহছান উল্লাহ

জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী ডিজিটাল ন্যায়বিচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নিয়ন্ত্রণ নিশ্চিত করতে গৃহীত হয়েছে “Global Digital Compact” নামে একটি নতুন আন্তর্জাতিক চুক্তি।

গত বছরের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত “Summit of the Future 2024” শীর্ষ সম্মেলনে এই Compact-এর ওপর ঐকমত্য হয়। চুক্তিটি ২০২৫ সালের মধ্যে কার্যকর হওয়ার প্রত্যাশা রয়েছে।

চুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ডিজিটাল সংযোগ নিশ্চিত, অনলাইন নিরাপত্তা বৃদ্ধি, AI প্রযুক্তির স্বচ্ছতা ও মানবাধিকারের ভিত্তিতে নিয়ন্ত্রণ, এবং ডিজিটাল অর্থনীতিতে অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং মানব-কেন্দ্রিক ডিজিটাল পৃথিবী গঠন।”

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ প্রযুক্তি উন্নয়নের সঙ্গে মানবাধিকার ও নিরাপত্তার সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।