ইসলামিক ফাউন্ডেশন ঢাকা ও ইউনিসেফ যৌথভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর পরিকল্পনা সভা আয়োজিত

প্রকাশঃ Sep 30, 2025 - 19:15
ইসলামিক ফাউন্ডেশন ঢাকা ও ইউনিসেফ যৌথভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর পরিকল্পনা সভা আয়োজিত

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। বৈশ্বিক রোগ প্রাদুর্ভাব (Global Burden of Disease) ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে ৪,৭৭,৫১৮ জন টাইফয়েড রোগী ছিল বলে ধারণা করা হয় অর্থাৎ বাংলাদেশের প্রতি ১০০,০০০ জনগোষ্ঠীর মধ্যে ২৯০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিল, যার মধ্যে ৬১ শতাংশ ছিল ১৫ বছরের কম বয়সী শিশু। ভাই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুদেরকে টাইফয়েড জ্বর হতে রক্ষার জন্য টিভিসি টিকা প্রদানের ব্যবস্থা করেছে।

টাইফয়েড জ্বর প্রতিরোধে টিসিডি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) একটি নিরাপদ কার্যকর এবং নিয়মিত টিকাদান কর্মসূচীর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত টিকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ইপিআই সম্পূর্ণ বিনামূলো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের জন্যে 'টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" আওতায় এই টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। ইসলামিক ফাউন্ডেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থেকে ইউনিসেফ এর সহায়তায় উক্ত কার্যক্রমের প্রচারণার কাজ বাস্তবায়ন কল্পে এডভোকেসি ও পরিকল্পনা সভায় তাঁর বিভাগের আওতাধিন ১২টি জেলার প্রতিটি জেলা হতে (ঢাকা জেলা ব্যতিত) জেলা কর্মকর্তা, জেলার শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় কওমী আলেম ও জেলার কওমী শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধিসহ ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রতিনিধি, বিভাগীয় মডেল মসজিদের ইমাম, বিভাগীয় পর্যায়ে শীর্ষস্থানীয় কওমী আলেম প্রতিনিধি, সিটি করপোরেশন এলাকার কওমী মহিলা মাদ্রাসার মুহতামিম/শিক্ষক, ফিল্ড সুপার ভাইজার/মডেল কেয়ারটেকার, কওমী মহিলা শিক্ষিকা ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরুষ শিক্ষক ও মহিলা শিক্ষিকা নিয়ে দিনব্যাপী একটি এডভোকেসি ও পরিকল্পনা সভা আযোজন করা হয়েছে। উল্লেখ্য, স্থানীয় ইউনিসেফ প্রতিনিধি আমন্ত্রিত অতিথি হিসেবে ওয়ার্কসপে অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন জনাব মোঃ হুমায়ুন কবির, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয় এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ আনিছুর রহমান সরকার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয়। আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আঃ ছালাম খান মহাপরিচালক, (সিনিয়র জেলা ও দায়রা জক্ষ), ইসলামিক ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজ্জাকুল হায়দার পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী। উপস্থিত সকল অতিথি ও আলেম-ওলামাগণ জাতীয় এ দায়িত্ব সম্পর্কে জনগণকে সচেতন করার এবং প্রোগ্রাম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।