কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

প্রকাশঃ Sep 6, 2025 - 14:17
কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান। এতে বলা হয়, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল গতকাল ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়।

এ অভিযানে বিজিবি টহলদল ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস এ জমা করা হয়েছে বলেও জানানো হয়।