কুড়িগ্রামে সেনাবাহিনীর সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

প্রকাশঃ Jul 1, 2025 - 10:49
কুড়িগ্রামে সেনাবাহিনীর সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

কুড়িগ্রাম জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের নবনির্বাচিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ জুন) রাত ৯টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অবস্থিত সেনা ক্যাম্পে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।মতবিনিময় সভায় ক্যাম্প কমান্ডার বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি। হিন্দু ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।”তিনি আরও আশ্বাস দেন, পূজা উদযাপনসহ অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে সেনাবাহিনী পাশে থাকবে। এতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমন্বয়ের মাধ্যমে উৎসব উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।সভায় সেনাবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।এ ধরনের উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।