গাইবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলার সুন্দরগঞ্জ উপজেলার বন্যাপ্রবণ ১০টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ৩৪৩৯ জনকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১১৫ জন শিক্ষক রয়েছেন। প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে জরুরী অবস্থায় জনগণের দুর্ভোগ কমাতে সচেতনতা তৈরির লক্ষ্যে তাদের প্রশক্ষিণ দেওয়া হয়েছে। গাইবান্ধাভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র ও শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসকেএস ফাউন্ডেশন দেশজুড়ে ২৬টি জেলায় কাজ করে। এ প্রশিক্ষণ কর্মসূচি স্কুল-নেতৃত্বাধীন কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট-রিস্কস প্রজেক্ট (এসএলসিআরডিসিআর) এর আওতায় মুসলিম এইড ইউকে, বাংলাদেশ-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
২০২৩-২৪ অর্থবছরে ইউনিয়নগুলোতে বাস্তবায়িত প্রকল্পের সাফল্য সম্পর্কে ব্রিফিং করার সময় শুক্রবার প্রকল্প ব্যবস্থাপক আফরুজা বুলবুল এসব তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০০ জনকে জরুরী অবস্থার সময় ডিআরআর বা দুর্যোগ ঝুঁকি হ্রাসের উপর জ্ঞান অর্জন এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ডিআরআর-চ্যাম্পিয়ন প্রদান করা হয়েছে। শুধুমাত্র স্কুলের অবকাঠামোগত উন্নয়ন কাজই নয়, উন্নত পরিবেশে ক্লাস পরিচালনার জন্য ক্লাসগুলোকে উপযুক্ত করে তোলার জন্য ভবন নির্মাণ করা হয়েছে।
প্রকল্প কমান্ড এলাকায় অবস্থিত কাসিমবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকুর সরকার বলেন, তার স্কুলের বেশিরভাগ শিক্ষার্থী জরুরী অবস্থার সময় দুর্যোগ মোকাবেলা করার পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। তিনি বলেন, বিদ্যালয় এলাকায় বসবাসকারী লোকেরাও জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমিয়ে জরুরী অবস্থার সময় কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় তা শিখেছে।