গোপালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশঃ Aug 11, 2025 - 19:30
গোপালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

জেলার কোটালীপাড়া উপজেলায় আজ পানিতে ডুবে সিধু বিশ্বাস (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সিধু বিশ্বাস বরিশাল জেলার গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সিধু তার মায়ের সঙ্গে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। সোমবার সকালে পরিবারের সবার অজান্তে পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অন্যদিকে, শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় শিশু  সিধু বিশ্বাসকে কোটালীপাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।