যুব জলবায়ু চ্যাম্পিয়ন প্রতিবেদন: অগ্রগতি ও ভবিষ্যৎ পথচিত্র

জয়নাল আবেদিন
COP29 প্রেসিডেন্সি প্রকাশ করেছে প্রেসিডেন্সি ইয়ুথ ক্লাইমেট চ্যাম্পিয়ন (PYCC) সামারি রিপোর্ট ২০২৪, যেখানে যুব জলবায়ু চ্যাম্পিয়ন লায়লা হাসানোভা এবং তাঁর দলের বৈশ্বিক জলবায়ু উদ্যোগে অবদানের সাফল্য তুলে ধরা হয়েছে।
“যুবদের দ্বারা, যুবদের জন্য” প্রস্তুত এই প্রতিবেদনটি জলবায়ু নীতিনির্ধারণে তরুণ ও শিশুদের অন্তর্ভুক্তিকে কেন্দ্রীয় বিষয় হিসেবে গুরুত্ব দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে যুব নেতৃত্বকে শুধু ইউএনএফসিসিসি প্রক্রিয়ার মধ্যে নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক কাঠামোর সঙ্গেও যুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, COP29 ইয়ুথ ক্লাইমেট চ্যাম্পিয়ন দল পাঁচটি মূল অগ্রাধিকারকে সামনে রেখে কাজ করেছে:
- যুব অংশগ্রহণ বৃদ্ধি — ইউএনএফসিসিসি কাঠামোর ভেতরে তরুণ ও শিশুদের অর্থবহ সম্পৃক্তি নিশ্চিত করা।
- এনডিসি ৩.০ সম্পৃক্ততা অগ্রগতি — নতুন জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0)-এর প্রণয়ন ও বাস্তবায়নে তরুণদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করা।
- জলবায়ু অর্থায়ন ঘাটতি পূরণ — তরুণ-নেতৃত্বাধীন ও শিশু-সংবেদনশীল উদ্যোগের জন্য সহজলভ্য অর্থায়নের দাবি তোলা।
- শান্তি ও নিরাপত্তায় যুব দৃষ্টিভঙ্গি — জলবায়ু কর্মপরিকল্পনার সঙ্গে শান্তি, নিরাপত্তা ও প্রজন্মান্তর ন্যায়বিচারের সম্পর্ককে গুরুত্ব দেওয়া।
- জলবায়ু শিক্ষা প্রসার — শিক্ষা ব্যবস্থাকে যুব নেতৃত্ব গড়ে তোলার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, COP28 যুব জলবায়ু চ্যাম্পিয়নের সাফল্যের ভিত্তিতেই ২০২৪ সালের কার্যক্রম এগিয়েছে এবং এটি ভবিষ্যতে COP30 যুব জলবায়ু চ্যাম্পিয়নের সঙ্গে সহযোগিতার মঞ্চ তৈরি করবে। এর মাধ্যমে টানা একাধিক COP সম্মেলনে যুব অগ্রাধিকারের ধারাবাহিকতা নিশ্চিত হবে।
লায়লা হাসানোভা বলেন, “এই প্রতিবেদন আমাদের দৃষ্টিভঙ্গি, শক্তি ও সংকল্পকে প্রতিফলিত করে। আমরা কেবল আজকের জন্য কাজ করছি না—আমরা ভবিষ্যৎকে সুরক্ষিত করছি, ন্যায়বিচার নিশ্চিত করছি এবং প্রজন্মের পর প্রজন্মের জন্য স্থিতিশীলতা গড়ে তুলছি।”
এই সামারি রিপোর্ট প্রকাশকে COP প্রক্রিয়ার ভেতরে যুব সম্পৃক্তির প্রাতিষ্ঠানিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি এটি প্রমাণ করছে যে, তরুণরা কেবল অংশীদার নয়, বরং জলবায়ু সমাধান বাস্তবায়নের অপরিহার্য সহযোগী।
COP30 (ব্রাজিল) ঘিরে প্রস্তুতি তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে PYCC দল আশাবাদ ব্যক্ত করেছে যে ২০২৪ সালের অর্জনের ভিত্তিতে বৈশ্বিক যুব নেটওয়ার্কে সহযোগিতা আরও দৃঢ় হবে এবং জলবায়ু আলোচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণদের জন্য কার্যকর সমাধান নিশ্চিত করা যাবে।