টঙ্গীবাড়ীতে খাল দখলমুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশঃ Jul 2, 2025 - 20:24
টঙ্গীবাড়ীতে খাল দখলমুক্তির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আড়িয়ল-বালিগাঁও-হাসাইল খালসহ উপজেলার সব খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন ইউনিয়নের শত শত নারী-পুরুষ, ছাত্রছাত্রী, সমাজকর্মী ও সংবাদিকরাও অংশ নেন। তাঁদের কণ্ঠে ছিল জনজীবন ও কৃষি বাঁচানোর তীব্র আকুতি “খাল বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও।” আয়োজনে নেতৃত্ব দেন “খাল রক্ষা পরিষদ”, যারা দীর্ঘদিন ধরে এই খালগুলো রক্ষায় সামাজিকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। তাঁদের ব্যানারে লেখা ছিল- “আড়িয়ল-টঙ্গীবাড়ী খাল বাঁচাতে পদ্মা নদীর পানি চাই। খাল নয়, আজ টিকে থাকার লড়াই।” বক্তারা বলেন, একসময় প্রবাহমান ছিল হাসাইল-টঙ্গীবাড়ী খাল। পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত থাকায় এই খালের মাধ্যমে কৃষিজমিতে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হতো। এখন তা ভরাট, দখল আর ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় বন্ধ হয়ে গেছে প্রাকৃতিক জোয়ার-ভাটা। চারপাশে জমে থাকা আবর্জনার দুর্গন্ধে জনজীবন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আর প্রতিশ্রুতি নয়, আমরা এখন বাস্তব পদক্ষেপ চাই।”
এসময় সেখানে উপস্থিত ছিলেন- আ. আলী নান্টু মাদবর, আমির হোসেন মাদবর, মিজানুর রহমান, মাহফুজুর রহমান সুজন, শাকিল হাওলাদার, অনিক শেখ, মো. মোর্শেদ গাজী, শহীদুল ইসলাম, মো. আলী, সাইফুল ইসলাম, মো. সনেট, শ্রী সরজ,  মো. জাহিদ হাসান প্রমুখ।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক  মো. জাহিদ হাসান বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসকল খাল দখল হয়েছে সেই খালগুলোকে পুনরুদ্ধার করে খনন করুন, আজকে আমরা আপনাদের জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে আগামী ৭দিনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন এবং আমাদের আশ্বস্থ করবেন। নইলে এর চাইতেও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের কাছে স্বারক লিপি প্রদান করে খাল রক্ষা পরিষদ। এসময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আলোচনা স্বাপেক্ষে দ্রুত খাল খননের কার্যক্রম শুরু করব।