ডেইরী ফার্মে মাস্টারোল কর্মচারীদের বিক্ষোভ মিছিল

সাভার ডেইরী ফার্মের মাস্টারোল কর্মচারীরা পূর্বের সুযোগ-সুবিধা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন।২০১৮ সালের নীতিমালা অনুযায়ী একজন মাস্টারোল কর্মচারী তিনটি উৎসব বোনাস ও এক মাসের মূল বেতন পেতেন। তবে ২০২৫ সালের নতুন নীতিমালায় সেই সুবিধা বাতিল করে কেবল ২২ দিনের বেতন নির্ধারণ করে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ অবস্থায় মঙ্গলবার (তারিখ দিন) সাভার ডেইরী ফার্মের প্রশাসনিক ভবনের সামনে শতাধিক মাস্টারোল কর্মচারী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা বলেন, পূর্বের নীতিমালায় থাকা সুবিধাগুলো বাতিল করে নতুনভাবে বঞ্চনার নীতিমালা চাপিয়ে দেওয়া অমানবিক এবং অযৌক্তিক।শ্রমিকদের বিক্ষোভের পর প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মোঃ মনিরুল ইসলাম আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন এবং ২৮ জুলাই ২০২৫ পর্যন্ত সময় চান।পরিচালকের আশ্বাসে আন্দোলনকারীরা আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করেন। তবে তারা সাফ জানিয়ে দেন, দাবিগুলো মানা না হলে তারা পুনরায় লাগাতার আন্দোলনের পথে নামবেন।