নাটোরে জেলা পুলিশ পাঠাগার কার্যক্রমের শুভসূচনা

প্রকাশঃ Aug 1, 2025 - 21:56
নাটোরে জেলা পুলিশ পাঠাগার কার্যক্রমের শুভসূচনা

জেলায় আজ নাটোর জেলা পুলিশ পাঠাগারের কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নাটোর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মরহুম কনস্টেবল কুদরত আলী দেওয়ানের ছেলে মো. খালিদ মাহমুদ এবং সর্বকনিষ্ঠ পুলিশ সদস্য কনস্টেবল মো. রহমত আলীকে সাথে নিয়ে পাঠাগারের উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) মো. সারোয়ার জাহান ও নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন-সহ  জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুদ্ধিদীপ্ত মেধাবী পুলিশ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার কোন বিকল্প নেই। এই পাঠগারের মাধ্যমে পুলিশ সদস্যরা সমৃদ্ধ হবেন এবং আইন বিষয়ে পারদর্শীতা লাভ করবেন।