সরকারি অনুদানের নামে টাকা আদায় ভুয়া সমন্বয়কের

প্রকাশঃ Jul 10, 2025 - 00:04
সরকারি অনুদানের নামে টাকা আদায় ভুয়া সমন্বয়কের

গাজীপুরের কালীগঞ্জে সমন্বয়ক পরিচয় দিয়ে সরকারি ঘর ও সাবমারসিবল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ টাকার বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় মো. রাকিব চৌধুরী (২৬) ও তার বাবা আলাউদ্দিন চৌধুরী (৬৫) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে চারজন ভুক্তভোগী কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৭ জুলাই) দুপুরে চারজন ভুক্তভোগী যৌথভাবে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে রাকিব নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে সরকারি ঘর ও সাবমারসিবল দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ প্রলোভনে পড়ে সাফির উদ্দিন ৪১ হাজার টাকা, সারোয়ার ১১ হাজার টাকা, সালেহা ও হোসেন মিয়া ৪৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ঘর কিংবা সাবমারসিবল কেউ পাননি। টাকা ফেরত চাইলে রাকিব তাদের ভয়ভীতি দেখান এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে জেল খাটানোর হুমকি দেন।


এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুরের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরীফুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের সঙ্গে রাকিবের কোনো সম্পৃক্ততা নেই। সে নিজেকে সমন্বয়ক দাবি করলেও এটি সম্পূর্ণ মিথ্যা।কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. হাবীবুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ওসি স্যারের নির্দেশে অভিযুক্ত রাকিবের বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে না পেয়ে ফোনে যোগাযোগ করা হলে সে টাকা নেওয়ার কথা স্বীকার করে দ্রুত ফেরতের আশ্বাস দিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করে তাকে সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযোগের সত্যতা মিললে প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।