হবিগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশঃ Dec 3, 2025 - 14:18
হবিগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় একটি র‌্যালি শহরের নিমতলা থেকে শুরু হয়। র‌্যালি শেষে আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সমাজসেবক তাহমিনা বেগম গিনি।

সভায় বক্তব্য দেন এনজিও রেনেসার পরিচালক আবু নাসের শাহীন, জেলার প্রতিবন্ধী সমিতির সাধারণ সম্পাদক মোশাহিদ আলম, জালাল উদ্দিনসহ অনেকেই। সভায় প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের পুনর্বাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।