ফয়সালাবাদে কৃষি ঝুঁকি হ্রাসে জাতিসংঘের জলবায়ু অভিযোজন প্রকল্প

প্রকাশঃ Aug 19, 2025 - 16:56
ফয়সালাবাদে কৃষি ঝুঁকি হ্রাসে জাতিসংঘের জলবায়ু অভিযোজন প্রকল্প

মোঃ তানভীর খান

জাতিসংঘ সম্প্রতি পাকিস্তানের ফয়সালাবাদ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে নতুন অভিযোজন প্রকল্প চালু করেছে। বিশেষভাবে কৃষি ও পানি ব্যবস্থাপনা খাতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

জাতিসংঘের জলবায়ু ও পরিবেশ বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছেন, “ফয়সালাবাদ প্রদেশে উচ্চ তাপমাত্রা, জলাভাবে অস্থিরতা এবং খরা কৃষক সম্প্রদায়কে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আমরা চাই, স্থানীয় সম্প্রদায়কে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সহায়তার মাধ্যমে শক্তিশালী করা হোক।”

স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, “জাতিসংঘের সহায়তায় আধুনিক কৃষি প্রযুক্তি, পানির বাঁচানোর ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ ফসলের পরিবর্তন প্রবর্তন করা সম্ভব হবে। এতে শুধু উৎপাদন বৃদ্ধি পাবে না, বরং কৃষকদের জীবিকাও নিরাপদ থাকবে।”

পাকিস্তান সরকার ইতিমধ্যেই কৃষি ও পানি ব্যবস্থাপনা খাতে নানা প্রকল্প গ্রহণ করেছে। জাতিসংঘের সহযোগিতা এসব উদ্যোগকে আরও কার্যকর ও টেকসই করবে।

প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের জন্য সচেতনতা কর্মসূচি, আধুনিক সেচ প্রযুক্তি, এবং জলবায়ু সহনশীল ফসলের প্রচলন করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক সহযোগিতা ফয়সালাবাদ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।