মসজিদ কমিটি ও মাদ্রাসার কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান

প্রকাশঃ Jul 26, 2025 - 22:56
মসজিদ কমিটি ও মাদ্রাসার কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান

রিজভী: 

গত শুক্রবার ২৫ জুলাই ২০২৫ সকল মুসুল্লীদের সম্মুখে।মুন্সীগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়ন তেলির বিল গ্রামের সমাজসেবক ও মাদবর হাজী নজরুল ইসলাম (নজু মাদবর) মসজিদ কমিটিকে ৩ লক্ষ টাকা এবং আরবিয়া ইসলামিয়া জামিলা মহিলা মাদ্রাসাকে ২ লক্ষ টাকা হস্তাস্তর করেন।  উক্ত মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক সহ উপস্তিত ছিলেন- জালাল শেখ, শাহাজাহান শেখ, মহিউদ্দিন শেখ, হযরত আলী, মোঃ আজিজ, মুক্তার হোসেন, মামুন, পলাশ, আকাশ, রিজভী, মশিউর শুভ, বিএনপি ০৩ নং ওয়ার্ডের সভাপতি জান শরিফ, সলেয়মান, রমজান, আনিস, বাপ্পী এবং অনেক মুসুল্লিগণ।